স্বামীর চিকিৎসা করাতে ঢাকায় আসার পথে সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্ত্রীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের সলঙ্গা থানার রয়হাটি জোড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে ওসি এস. এম.বদরুল আলম ও সলঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তারা জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের চিকিৎসা করাতে রাজধানী ঢাকায় যাচ্ছিলেন তার স্বজনরা। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের সলঙ্গা থানার রয়হাটি জোড়া ব্রীজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে বগুড়াগামী যাত্রীবাহী রিনি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-১৩০৬) একটি বাসের সঙ্গে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-অ-০০-০৩৮৯) মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়

এ ঘটনায় অ্যাম্বুলেন্সের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া অ্যাম্বুলেন্সচালক গুরুতর আহত হন।

নিহতরা হলেন- মেস্তাফিজুর রহমানের স্ত্রী রানু আকতার (৬০), দেবর মতিউর রহমান (৪০) ও তার ফুফাতো ভাই আব্দুল বাতেন (৪০)। আহত অ্যাম্বুলেন্সচালক লাল মিয়া রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা।

এ ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক লাল মিয়াকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মোস্তাফিজও আহত অবস্থায় একই হাসপাতালে ভর্তি রয়েছেন।