- সারাদেশ
- তারকাঁটার ফাঁদ পেতে ট্রাক ডাকাতির চেষ্টা
তারকাঁটার ফাঁদ পেতে ট্রাক ডাকাতির চেষ্টা

বনপাড়া-হাটিকুমরুল সড়কে ট্রাক ডাকাতির চেষ্টা
নাটোরের বড়াইগ্রামের মানিকপুর এলাকায় তারকাঁটার ফাঁদ পেতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ডাকাতির চেষ্টা করা হয়েছে। সোমবার রাত পৌনে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে নওগাঁগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক মানিকপুর বিল এলাকায় পৌঁছলে সড়কে ডাকাতরা তারকাঁটা বিছিয়ে রাখে। এতে চাকা পাংচার হলে চালক ট্রাকটি থামান। ট্রাক চালকের গলায় ছুরি ধরে তাকে জিম্মি করার চেষ্টা করে ডাকাতরা। এ সময় টহল পুলিশকে দেখে বিলের মধ্যে পালিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে। ডাকাতদের ধরতে বিলে পুলিশ অভিযান শুরু করেছে।
মন্তব্য করুন