- সারাদেশ
- ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেল নারীর
ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেল নারীর

প্রতীকী ছবি।
ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের চাপায় রাফেজা খাতুন (৫৪) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সামন্তা বাজার সংলগ্ন ষাটনলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি পার্শ্ববর্তী বাগদিয়ার আইট গ্রামের দেলবার হোসেনের স্ত্রী।
স্থানীয় ভৈরবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল মান্নান জানান, সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন রাফেজা খাতুন। সে সময় ষাটনলপাড়া নামক স্থানে গেলে বালু বোঝাই একটি ট্রাক পার্কিংয়ের সময় পিছনের দিকে এগোলে চাকার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত রাফেজা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন।
মন্তব্য করুন