- সারাদেশ
- জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকে অভিযোগ গণফ্রন্ট প্রার্থীর
গাজীপুর সিটি নির্বাচন
জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকে অভিযোগ গণফ্রন্ট প্রার্থীর

গাজীপুর সিটি করপোরেশনের জাহাঙ্গীর আলম
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়েছে।
গাজীপুর সিটি নির্বাচনে গণফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম মঙ্গলবার সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এ অভিযোগটি দাখিল করেন।
আগামী ২৫ মে অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় জাহাঙ্গীর আয়কর রিটার্নে সম্পদ ও তথ্য গোপন করেছেন দাবি করে এ অভিযোগ করা হয়।
দুদকের সমন্বিত গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালক মোজাহার আলী সরদার জাহাঙ্গীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকে দাখিল করা লিখিত অভিযোগে বলা হয়, আয়কর অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজশে মোহাম্মদ জাহাঙ্গীর আলম আয়কর রিটার্নে ব্যাপক গড়মিল ও তথ্য গোপন করেছেন। তথ্য গোপন করার বিষয়টি তার নির্বাচনী হলফনামায় উঠে এসেছে।
অভিযোগে আরও বলা হয়, জাহাঙ্গীর আলমের ছয়দানা-হারিকেনস্থ বাড়িতে আধুনিক সুপরিসর লিফট, ২ ডজন এসি, ফ্রিজ, টিভি, কম্পিউটার, ল্যাপটপ দৃশ্যমান রয়েছে। অথচ তিনি ইলেকট্রনিক সামগ্রী দেখিয়েছে মাত্র ১ লক্ষ ৭৫ হাজার টাকা। অপরদিকে কনফারেন্স টেবিল ও অর্ধশত চেয়ার, আলিশান খাট, রাজকীয় সোফা দৃশ্যমান থাকার পরও তিনি মাত্র ১ লাখ ৫০ হাজার টাকার আসবাবপত্র দেখিয়েছে।
এতে জাহাঙ্গীরের আয়কর রিটার্নে ৫ কোটি টাকার গড়মিল রয়েছে বলে আতিকুল ইসলাম তার অভিযোগে উল্লেখ করেছেন।
এর আগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাহাঙ্গীর আলমের দাখিল করা মনোনয়নপত্র ঋণ খেলাপির দায়ে বাতিল হয়েছে। মেয়রপদে জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল হলেও তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
মন্তব্য করুন