সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। গতকাল সোমবার রাতে নগরীর বন্দরবাজারে দলীয় কার্যালয়ে মহানগর জমিয়তের বর্ধিত সভায় হাফিজ মাওলানা আব্দুল্লাহকে প্রার্থী ঘোষণা করা হয়।

হাফিজ মাওলানা আব্দুল্লাহ মহানগর জমিয়তের সহসভাপতি ও বিমানবন্দর থানা শাখার সভাপতি। আগামী ২১ জুন সিলেট সিটি নির্বাচনে তিনি দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে লড়বেন।

দলের মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, মাওলানা মুজিবুর রহমান কাসেমি, মাওলানা মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক মাওলানা শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ প্রমুখ।

সিসিক নির্বাচনে এখন পর্যন্ত মেয়র পদে ইসলামী দল থেকে দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসানকে মেয়র পদে মনোনয়ন দেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

এ ছাড়া নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মাঠে কাজ শুরু করেছেন। বিএনপি নির্বাচনের অংশ নেবে না বলে সিদ্ধান্ত জানালেও বর্তমান মেয়র ও দলের কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী প্রার্থী হতে পারেন। নির্বাচন করবেন কি না তা আগামী ২০ মে জানাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।