- সারাদেশ
- ফরিদপুরবাসীকে ওষুধ সিন্ডিকেট থেকে রক্ষার দাবি
ফরিদপুরবাসীকে ওষুধ সিন্ডিকেট থেকে রক্ষার দাবি

ফরিদপুরে ‘সিন্ডিকেট করে’ ওষুধের সর্বোচ্চ দাম রাখার প্রতিবাদে এবং হোতাদের আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন ফরিদপুরবাসীর আয়োজনে মানববন্ধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে তাঁরা ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেন।
মানববন্ধনে নেতারা অভিযোগ করেন, বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি ফরিদপুর জেলা শাখা সিন্ডিকেট তৈরি করে সর্বোচ্চ মূল্যে ওষুধ বিক্রি করতে ব্যবসায়ীদের বাধ্য করছে। আগে অর্থনৈতিকভাবে অসচ্ছলরা ওষুধের গায়ে লিখিত মূল্যের চেয়ে কিছুটা ছাড় পেতেন, যা তাঁদের চিকিৎসাসেবায় সহায়ক হতো। তবে এখন একটি মহল প্রত্যেক দোকানিকে ওষুধের গায়ে লেখা সর্বোচ্চ মূল্য বিক্রি করতে বাধ্য করছে।
স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘরের সভাপতি ইঞ্জিনিয়ার পারভেজ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুক্ত সমাজের সমন্বয়ক মোহাম্মদ রাজিব, তুহিন মোল্লা, আওয়াল শেখ, বাংলাদেশ মানবাধিকার ফরিদপুর জেলা শাখার প্রচার সম্পাদক রঞ্জন শেখ, উই কেয়ারের সমন্বয়ক সঞ্জয় সাহা, আমরা ক’জনের সমন্বয়ক আলিম হায়দার তুহিন, ব্লাড লিংক ফরিদপুরের সমন্বয়ক খায়রুল ইসলাম রোমান, স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভের ফরিদপুর শাখার সভাপতি তুহীন বিন আলমগীর, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক রুমন চৌধুরী প্রমুখ।
তবে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ফরিদপুর জেলা শাখার সভাপতি মাজহারুল আলম চঞ্চল জানান, এখন ওষুধের প্যাকেটে এমআরপির বদলে ইন্ডেকটিভ প্রাইস লেখা হয়। ওষুধ কোম্পানিগুলো ও ওষুধ প্রশাসন সম্মিলিতভাবে এটি করেছে। কারণ, এমআরপি থাকলে কম দামে বা পারসেন্টেজ কম নিয়ে অনেক সময় নকল ওষুধ বিক্রি করা হতো। এটি ঠেকাতেই সম্মিলিতভাবে ইন্ডেকটিভ প্রাইস দেশব্যাপী কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন