- সারাদেশ
- ‘মায়ের বকুনি’, গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যার অভিযোগ
‘মায়ের বকুনি’, গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যার অভিযোগ

প্রতীকী ছবি
‘মায়ের বকুনির’ পর গলায় ফাঁস দিয়ে হ্যাপি খাতুন নামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্কুলছাত্রী রাজশাহীর বাঘা উপজেলার লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের আব্দুল হালিমের মেয়ে।
নিহত ছাত্রীর মামা হামিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লেখাপড়া না করায় তার মা বকাঝকা করেন। এ ঘটনায় মায়ের ওপর অভিমান করে নিজ কক্ষে গলায় ফাঁস দেয় হ্যাপী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম বলেন, মৃত্যুর বিষয়ে সন্দেহ ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন