বিদ্যুৎ সঞ্চালন লাইন টানাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকায় প্রতিপক্ষের হামলায় শ্বশুর নিহত হয়েছেন। এ ঘটনায় তার জামাতা ছুরিকাহত হয়েছেন।

সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের কল্যাণশিং গ্রামে আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান বেপারী (৭০) ওই গ্রামের মৃত আব্দুল জলিল বেপারীর ছেলে। ছুরিকাহত শ্যামল শেখকে (৩৮) উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্যামল জানান, সম্প্রতি প্রতিবেশী রাসেল বেপারীর বাড়ির বিদ্যুৎ সঞ্চালন লা‌ইনের তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে মঙ্গলবার দুপুরে তাঁর শ্বশুর ফজলুর রহমানের বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের তার টানাতে যায় রাসেল ও তার লোকজন। এ সময় তাঁর শ্বশুর তার টানাতে বাধা দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

খবর পেয়ে তিনি সেখানে ছুটে গিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রতিপক্ষ তাঁকে ছুরিকাঘাত করে এবং তাঁর শ্বশুরকে এলোপাতাড়ি মারধর করে।

এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, যিনি মারা গেছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।