- সারাদেশ
- ছুরিকাঘাতে নিহত দুই চালকের পরিবারের পাশে পুলিশ
ছুরিকাঘাতে নিহত দুই চালকের পরিবারের পাশে পুলিশ

ময়মনসিংহ নগরীতে ঈদের দিন ভোরে ছিনতাইকারীদের হাতে নিহত হন ইজিবাইক চালক হাবিবুর রহমান ও রিকশাচালক সাদেক মিয়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অথৈ সাগরে পড়ে তাদের পরিবার। অসহায় পরিবার দুটির পাশে দাঁড়িয়েছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
ঈদের দিন ভোরে ময়মনসিংহ নগরীর ডিএন চক্রবর্তী রোডে ইজিবাইক হাবিবুর রহমান এবং গোহাইলকান্দি পশ্চিমপাড়া রিকশাচালক সাদেক মিয়াকে খুন করে ছিনতাইকারীরা। নিহতদের মধ্যে হাবিবুরের স্ত্রী, এক মেয়ে ও পাঁচ ছেলে এবং সাদেক মিয়ার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
এ ঘটনায় জড়িত তিনজনকে ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করে পুলিশ। তারা হলো– গোহাইলকান্দি এলাকার অনন্ত কুমার দে (১৯), জামতলা এলাকার মোহাম্মদ মামুন (১৯) ও মাহিন বাদশা (১৯)। তাদের মধ্যে অনন্ত নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মামুন কমার্স কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ালেখা করে। এ ঘটনায় নিহত হাবিবুর রহমানের ছেলে শেখ ফরিদ ও সাদেক মিয়ার ভাই মুনতাজ মিয়া বাদী হয়ে পৃথক মামলা করেন।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে অসহায় দুই পরিবারের সদস্যদের মধ্যে ৫০ হাজার টাকা করে সহায়তা দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
তিনি বলেন, ‘অসহায় দুই পরিবারকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি। এ ছাড়া পুনাক ময়মনসিংহের পক্ষ থেকে পরিবার দুটির সদস্যদের সেলাই প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে কথা বলে তাদের আরও সহযোগিতার চেষ্টাও করছি।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রায়হানুল ইসলাম, শাহীনুল ইসলাম ফকির (সদর সার্কেল), কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ।
মন্তব্য করুন