- সারাদেশ
- সিরাজগঞ্জে বিএনপির ছয় নেতা কারাগারে
সিরাজগঞ্জে বিএনপির ছয় নেতা কারাগারে

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকর্মীকে কারাগারে নিয়ে যায় পুলিশ। ছবি: সমকাল
সিরাজগঞ্জে পুলিশ ও আওয়ামী লীগের করা মামলার ছয় আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠান।
তাঁরা হলেন– জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সদর থানা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, কালিয়া হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াদ আহমেদ নির্লোভ, যুবদল কর্মী সোহেল ও নোমান।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, জাতীয় নির্বাচনের আগে সরকারি দলের মিথ্যা ও পরিকল্পিত মামলায় বিএনপির নেতাদের কারাগারে পাঠানো হচ্ছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দাসহ অবিলম্বে তাঁদের মুক্তি দাবি করছি।
গত ১১ ফেব্রুয়ারি সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়ায় বিএনপির পথসভা ও সরকারি দলের শান্তিসভা হয়। পাল্টাপাল্টি গণজমায়েতকে কেন্দ্র করে উভয় দলের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি এজাহারে জ্ঞাত-অজ্ঞাতপরিচয় আসামি হন বিএনপির ৯৮৬ জন নেতাকর্মী। এ মামলায় বিএনপির ৪৬ নেতাকর্মী এর আগে উচ্চ আদালতের অস্থায়ী জামিন পান। স্থায়ী জামিন লাভের জন্য আত্মসমর্পণ করে তাঁরা মঙ্গলবার জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে ছয়জনকে কারাগারে পাঠান। এদিকে সংঘর্ষের সময় ঘটনাস্থলে না থাকলেও কয়েকজনকে আসামি করে বিতর্ক সৃষ্টি করে থানা পুলিশ।
মন্তব্য করুন