বাগেরহাট-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি শেখ সারহান নাসের তন্ময় মঙ্গলবার সিলেটে যান। এ সময় সিলেট সিটি নির্বাচনে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে তিনি প্রচারে অংশ নেন। 

নগরীর আম্বরখান-ইলেকট্রিক সাপ্লাই সড়কে নির্বাচনী বক্তব্য দেন নৌকার প্রার্থী। তবে বক্তব্য দেননি শেখ তন্ময়।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সংসদ সদস্য তন্ময়কে সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর ভরসা রেখে নৌকা প্রতীক দিয়েছেন। আশা করি, আপনাদের সহযোগিতায় নৌকার জয় হবে। 

রাতে আনোয়ারুজ্জামান নগরীর উপশহরে মতবিনিময় সভায় বক্তব্য দেন। এর আগে, তিনি একাধিক জায়গায় সভা ও গণসংযোগ করেন।

মঙ্গলবার ব্যক্তিগত কারণে সিলেট আসেন সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। সিলেটে পৌঁছে তিনি হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। সন্ধ্যায় তিনি সিলেট ত্যাগ করেন বলে জানা গেছে।