- সারাদেশ
- আর গাইবে না শিশুশিল্পী সুমন!
আর গাইবে না শিশুশিল্পী সুমন!
-samakal-645162ea22eb4.jpg)
শিশুশিল্পী সুমন। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের সেই কিশোর শিল্পী সুমন শেখ (১৬) মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাটে-বাজারে টেবিলে পয়সা বা কয়েন ঠুকিয়ে গান গেয়ে দর্শক-শ্রোতাদের আনন্দ দেওয়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সুমন বেশ জনপ্রিয় ছিল। সোমবার বিকেলে হঠাৎ খিঁচুনি ওঠে সুমনের। এরপর সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা দেওয়ার আগেই মারা যায় সে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম সমকালকে বলেন, ‘জরুরি বিভাগে আনার আগেই সে মারা যায়।’
সদর উপজেলার খোকশাবাড়ী গ্রাামের আল আমিন শেখের ছেলে সুমন ছোটবেলায় গাছ থেকে পড়ে অসুস্থ হয়ে পড়ে। তখন থেকেই শারীরিক সমস্যা। মাঝে মাঝে খিঁচুনি উঠত। বয়সের তুলনায় তেমন বাড়েনি সে। তার পরিবারও সেভাবে চিকিৎসা করাতে পারেনি। সর্বশেষ খিঁচুনি উঠেই মৃত্যুতে কোলে ঢলে পড়ে সে। তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করেছেন সুমনের মৃত্যুতে।
মঙ্গলবার সন্ধ্যার পর তাকে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয় বলে পৌরসভার কাউন্সিলর আব্দুল জাব্বার খান জানান।
খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) অধিবাসী স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘সুমন আমার গ্রাম্য ভাতিজা। মারা যাওয়ায় আগে সুমন পার্শ্ববর্তী বাগবাটি ইউনিয়নের বাশরগাঁতি গ্রামে মামার বাড়িতে থাকত। হাটে-বাজারে গান গেয়ে আনন্দ দিতে দিতে সবাইকে কাঁদিয়ে চলে গেল। তাকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ হওয়ায় তার নাম হয় ভাইরাল শিল্পী সুমন।’
মন্তব্য করুন