- সারাদেশ
- বরগুনায় দু’পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত
বরগুনায় দু’পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

শফিকুল ইসলাম পনু।
বরগুনায় নির্বাচনী প্রতিহিংসার জের এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শফিকুল ইসলাম পনু নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ইউপি সদস্যের স্ত্রীসহ আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ৫নং আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাকুরগাছিয়া এলাকায় দলবল নিয়ে 'ঠান্ডা গ্রুপের' লোকজনের উপর হামলা চালায় 'পনু গ্রুপ'। এ সময় ঠান্ডা গ্রুপও রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা আক্রমণ চালায়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঠান্ডা গ্রুপ ও পনু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।
নিহত শফিকুল ইসলাম পনুর স্ত্রী আহত ছবি আক্তার বলেন, ঠান্ডা বাহিনীর ২০ থেকে ২৫ জন লোক রামদা, টেঁটা নিয়ে আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে আমাকেও ওরা মারধর করে।
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে যাই। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই এবং পনুর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের কঠোর অভিযান চলছে।
মন্তব্য করুন