খাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির পাশ থেকে রাহুল কর্মকার (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার উদ্ধার হয়। তিনি দীঘিনালা উপজেলার সুধীর মেম্বার পাড়ার মৃত তপন কর্মকারের ছেলে। 

রাহুল কর্মকারের ছোট ভাই জীবন কর্মকার জানান, মঙ্গলবার বিকেলে রাহুল কর্মকার বাসা থেকে বের হন। রাত ৯টা পর্যন্ত মোবাইল ফোনে তার সঙ্গে কথা হয়। এরপর ফোন বন্ধ পাওয়া যায়। 

রাহুল কর্মকারের স্ত্রী রূপা কর্মকার তার স্বামীকে হত্যা করা হয়েছে দাবি করে বলেন, মঙ্গলবার বিকেলে রাহুল কর্মকার বাসা থেকে বের হন। রাত ৯টা পর্যন্ত কয়েকবার তার সঙ্গে কথা হয়। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি পাশে তার মরদেহ পাওয়া গেছে।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী জানান, রাহুল কর্মকারকে রাত ৯টা পর্যন্ত লোকজন দোকানে আড্ডা দিতে দেখেছেন। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।