- সারাদেশ
- গাইবান্ধায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাইল ছবি
গাইবান্ধায় সুমন চন্দ্র (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টায় শহরের পুরাতন বাজার এলাকার সাহা পাড়ার একটি বাড়িতে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমন চন্দ্র শহরের সাহা পাড়ার মন্টু চন্দ্র ধরের ছেলে। তিনি বিকাশের এজেন্ট ব্যবসায়ী ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকাল ৭টার দিকে সুমনের স্ত্রী তার সন্তানকে নিয়ে স্কুলে যান। এরপর সুমন সকাল ১০টার দিকে বাড়ির পাশেই পুরাতন বাজারে গিয়ে নাস্তা করেন। এরপর দোকানে যান। পরে বাসায় ফিরে নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ওসি মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
মন্তব্য করুন