সিলেটের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্পর্ক উন্নয়নে কাজ করতে চায় ইন্দোনেশিয়া। 

আজ বুধবার সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান ঢাকাস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো। 

এসময় মেয়র সিলেটের সাংস্কৃতিক বিনিময় ও ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত সম্পর্ক উন্নয়নে ইন্দোনেশিয়াকে স্বাগত জানান। 

নগর ভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ও সিটি মেয়র দুই দেশের সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের কর্মকর্তারা, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে হেরু হারতান্তো সুবোলোর সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জোবায়েদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ প্রমুখ।