- সারাদেশ
- বাড়িতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
বাড়িতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

লিটন মাতুব্বর
ফরিদপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে লিটন মাতুব্বর (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ আদেশ দেন।
একইসঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায়ের পর আসামিকে কারাগারে পাঠায় পুলিশ।
আদালত থেকে জানা যায়, কাজের প্রয়োজনে মা বাইরে থাকায় বেশিরভাগ সময় বাড়িতে একা থাকত ওই কিশোরী। এ সুযোগে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রামের রাশেদ মাতুব্বরে ছেলে লিটন মাতুব্বর ওই বাড়িতে গিয়ে তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। এর মধ্যে ২০১৭ সালের ১০ জানুয়ারি সন্ধ্যায় ফাঁকা বাড়িতে কিশোরীকে ধর্ষণ করে লিটন। এ বিষয়ে কিছু বললে হত্যার হুমকিও দেয় সে। এতে প্রথমে কিশোরী কাউকে কিছু বলেনি। তবে পরবর্তীতে ধীরে ধীরে অসুস্থ হতে থাকলে একপর্যায়ে মাকে সব জানায়। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ হলেও সেখানকার রায় মানেনি লিটন। পরে কিশোরীর চাচা ওই বছরের ২৪ মার্চ লিটনকে একমাত্র আসামি করে মামলা করেন। এদিকে মামলার পরদিনই কিশোরী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বপন পাল জানান, আসামির বিরুদ্ধে সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে আমরা খুশি।
মন্তব্য করুন