গাজীপুর মহানগরের পুবাইলে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলো- গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার মধ্য আরিচপুর গ্রামের আজিজুল হকের ছেলে মো. হামিম হক (১৭) ও একই গ্রামের লিটন মিয়ার ছেলে মো. নোমান (১৭)

বুধবার দুপুরে পুবাইলের মেঘডুবি এলাকায় অবস্থিত সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

তিনি জানান, টঙ্গীর পূর্ব থানার মধ্য আরিচপুর এলাকা থেকে ১০/১২ জন বন্ধু মিলে পুবাইলের মেঘডুবি এলাকার সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কে বেড়াতে যায়। সেখানে হামিম ও নোমানসহ অনেকেই পার্কের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে হামিম ও নোমান পানিতে ডুবে যায়। পরে পুকুরে খোঁজাখুঁজি করে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মারা যাওয়া দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।