- সারাদেশ
- চট্টগ্রামে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার
চট্টগ্রামে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

প্রতীকী ছবি
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বুধবার অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, এছাড়া আজ (বুধবার) এক হাজার ৯২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বোর্ডের অধীনে থাকা কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা কেন্দ্রের বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় ও পেকুয়া জিএমসি ইনিস্টিটিউশনের তিন শিক্ষার্থী পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে তাদের বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্কও করা হয়েছে।
নারায়ণ চন্দ্র নাথ বলেন, এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ ছিলেন। প্রশ্নপত্র ফাঁস ও কোনো ধরনের গুজব এবং অপপ্রচার যেন পরীক্ষায় বিঘ্ন সৃষ্টি করতে না পারে; সেজন্য বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরীক্ষার যাবতীয় বিষয় তদারকির জন্য ৬০টি ভিজিল্যান্স টিম ও ১০টি স্পেশাল ভিজিল্যান্স টিম মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় ২১৬টি কেন্দ্রে এক হাজার ১০৭টি প্রতিষ্ঠানের এক লাখ ৫৪ হাজার ৭৬৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ছাত্র ৬৮ হাজার ২৭০ এবং ছাত্রী ৮৬ হাজার ৪৯৯ জন। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ৩২ জন, মানবিক থেকে ৫৯ হাজার ৫৩৩ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬১ হাজার ২০৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
মন্তব্য করুন