- সারাদেশ
- বগুড়া-নওগাঁ রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
বগুড়া-নওগাঁ রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

বগুড়া-নওগাঁ রুটে বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে এ রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। দুই জেলার পরিবহন মালিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই সংকট সৃষ্টি হয়েছে।
বগুড়া বাস মালিক গ্রুপ সূত্রে জানা গেছে, নওগাঁ-ঢাকা রুটে ঈদের আগে বরেন্দ্র এক্সপ্রেস পরিবহনের তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চালু হয়। নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ বাসগুলো চালু করে। বাসগুলোর চলাচল নিয়ে নওগাঁ ও বগুড়া জেলা বাস মালিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
এর জেরে আজ সকালে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া বরেন্দ্র এক্সপ্রেস পরিবহনের একটি এসি বাস বগুড়ায় আটকে দেন বগুড়া বাস মালিক গ্রুপের লোকজন। এ খবর জানাজানি হলে বগুড়া বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের মালিকানাধীন শাহ ফতেহ আলী পরিবহনের বাস নওগাঁ থেকে ঢাকায় যাওয়ার পথে আটকে দেয় নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ।
এতে ক্ষুব্ধ হয়ে বগুড়ার ওপর দিয়ে নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকা ও বিভিন্ন আন্তঃজেলা বাস চলাচলে বাধা দেয় বগুড়া জেলা বাস মালিক গ্রুপ। ফলে এ পথে চলাচলকারী হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, বগুড়া বাস মালিক গ্রুপের লোকজন ঘোষণা দেন, তাঁরা নওগাঁ থেকে কোনো এসি বাস বগুড়া হয়ে ঢাকায় যেতে দেবেন না। অথচ বগুড়া বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের মালিকানাধীন শাহ ফতেহ আলীসহ অনেক এসি বাস নওগাঁ থেকে ঢাকায় যায়। এ বিষয়ে আমরা কিছুই বলি না। আজ যখন আমাদের একটা বাস তাঁরা আটকে দেন, এ জন্য আমরাও তাঁদের একটা বাস আটকে দিয়েছি।
তিনি বলেন, বিকল্প হিসেবে আপাতত নওগাঁ থেকে ঢাকাগামী সব বাস আত্রাই হয়ে নাটোর দিয়ে ঢাকায় যাচ্ছে। পাশাপাশি নওগাঁ-বগুড়া রুটে চলাচলকারী আন্তঃজেলা বাসগুলোর মধ্যে যেসব পরিবহনের মালিক বগুড়ার তাঁদের বাসগুলো নওগাঁ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বগুড়া সীমানায়। আপাতত দুই জেলার সঙ্গে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে বগুড়া বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, নওগাঁর বাস মালিক গ্রুপের প্রায় ৩৫টি বাস বগুড়ার ওপর দিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে চলাচল করে। এ বিষয়ে আমরা তাঁদের কিছুই বলিনি। কিন্তু আমাদের একটা দাবি ছিল, যেহেতু সাপাহার থেকে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস চলে, সেখান থেকে আরও একটা বাস চালানোর জন্য প্রস্তাব করি। কিন্তু নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ তাতে রাজি হননি। এরই মধ্যে হঠাৎ নওগাঁ থেকে তিনটি এসি বাস চালু করে তারা। আন্তঃজেলা রুটে বাস চালানোর বিষয়টি সবসময় সমঝোতার ভিত্তিতে হয়। কিন্তু ওই তিনটি বাস চালুর বিষয়ে তারা আমাদের কিছুই বলেনি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বগুড়ার ওপর দিয়ে নওগাঁর কোনো বাস চলতে দেওয়া হবে না। বর্তমানে বগুড়া জেলার বাস সান্তাহার পর্যন্ত চলাচল করছে বলে তিনি জানান।
মন্তব্য করুন