- সারাদেশ
- ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা পরিবর্তন ও সংশোধন দাবি
ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা পরিবর্তন ও সংশোধন দাবি

নগরীর চেরাগী পাহাড় মোড় চত্বরে সাংবাদিকদের মানববন্ধন - সমকাল
স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে চট্টগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে।
বুধবার নগরীর চেরাগী পাহাড় মোড় চত্বরে দিবসটি উপলক্ষে মুক্ত আলোচনা সভা, র্যালি ও মানবন্ধন করেছেন সাংবাদিক উন্নয়ন পরিষদ ও জাতীয় সাংবাদিক সংস্থার নেতারা। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা পরিবর্তন ও সংশোধনের দাবি জানান তারা।
নেতারা বলেন, সরকার সাংবাদিকদের সংবাদ প্রচার করার জন্য যে নীতিমালা প্রণয়ন করেছে, তা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাঁধা ও বিরূপ পরিস্থিতিতে পড়ে কাউকে যেন জীবন দিতে না হয়। তাহলে মুক্ত গণমাধ্যম কখনও সম্ভব নয়। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, অনিয়ম-দুর্নীতি, হয়রানি নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বাধা মুক্ত গণমাধ্যমের পরিপন্থী।
সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি মিজান উল্লাহ সমরকান্দির পরিচালনায় অনুষ্ঠানে উপদেষ্টা লায়ন মৌলানা ইউসুফ, আব্দুল মবিন চৌধুরী, শহিদুল ইসলাম, মো. হারুন, সিনিয়র সহ-সভাপতি রুমেন চৌধুরী, সাধারণ সম্পাদক সেকান্দার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হারুন, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগের সভাপতি ফৌজুল আজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন সেন, রাশেদ চৌধুরী, কাজী সাজ্জাদ হোসেনসহ গণমাধ্যমকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
মন্তব্য করুন