খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় (জিএসটি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে বুধবার খুবির প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।

খুবি উপকেন্দ্রে আগামী ৬, ১২ ও ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এবং ২০ ও ২৭ মে এবং ৩ জুন জিএসটির ভর্তি পরীক্ষা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ, বই নিয়ে প্রবেশ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে সুশৃঙ্খলভাবে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। কোনো অভিভাবক ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। পরীক্ষা চলার সময় নগরীর গল্লামারী সেতুর পশ্চিম পাশ থেকে জিরোপয়েন্ট পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ঢুকতে পারবে। ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‍্যাব ও সাদা পোশাকে নিরাপত্তা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সভায় খুবি উপ-উপাচার্য অধ্যাপক মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুল হাসান তালুকদার, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফাত আলী, খুলনা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম, আরডিসি সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া, এসি (ট্রাফিক) গোপীনাথ কানজিলাল, র‍্যাব-৬-এর ডিএডি মো. কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।