বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি দলীয় সাবেক মেয়র প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বরিশাল নগরীর নবগ্রাম রোডের দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাদ করা হয়।

বেলা ১১টার দিকে সাবেক ছাত্রদল নেতা রূপন দুদক কার্যালয়ে যান। সাড়ে ১২টার দিকে তিনি বের হয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। হামলা-মামলা এমনকি গুম হওয়ার আশংকা করছেন তিনি।

দুদক সূত্রে জানা গেছে, রূপনের পরিবারে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের একটি অভিযোগের তদন্ত চলছে। দুদকের দেওয়া নোটিশের ভিত্তিতে আহসান হাবিব কামাল জীবিত থাকার সময়ে সম্পদের হিসাব জমা দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করার জন্য এপ্রিলের প্রথম সপ্তাহে রূপন এবং তার মা হোসনে আরা বেগম ও বোন মালিহা বেগমকে নোটিশ দেওয়া হয়। পরিবারের পক্ষে বুধবার রূপম একা দুদক কার্যালয়ে এসেছিলেন।

দুদক বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার মুঠোফোনে সমকালকে জানিয়েছেন, আহসান হাবিব কামালের দেওয়া সম্পদ বিবরণীতে দেওয়া তথ্যের কিছু বিষয় জানতে রূপনকে ডাকা হয়েছিল। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।