অবশেষে লিটন ও বাদশার মান-অভিমানের বরফ গলল। প্রায় দুই বছর পর তাঁরা পাশাপাশি বসেছেন, কথাও বলেছেন। তাঁরা আশা করছেন, পুরোনো বিরোধ ভুলে আগামী সিটি ও সংসদ নির্বাচনে একসঙ্গে কাজ করতে পারবেন।

গতকাল মঙ্গলবার রাত ৮টায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার এ বৈঠক অনুষ্ঠিত হয় নগরীর রানীবাজারে মেয়রপ্রার্থী লিটনের নির্বাচনী কার্যালয়ে। সভায় ১৪ দলের অন্যান্য শরিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন। এ লক্ষ্যে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জাসদের মহানগর সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর ন্যাপের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাসেত হোসেন প্রামাণিক, সাম্যবাদী দলের সম্পাদক এস এম ওমর ফারুক, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, আজিজুল আলম বেন্টু প্রমুখ।