গোপালগঞ্জ কাশিয়ানীর শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের জমি পরিমাপ করে বুঝে নিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের (৭০) মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের আধিপত্য নিয়ে মাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে সভাপতি রফিকুল ইসলাম বুধবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিদ্যালয়ের জমি পরিমাপ করতে শ্রীপুর গ্রামে যান। এ সময় প্রতিপক্ষ মাসুদুর রহমানের সমর্থক গোয়াল গ্রামের হাসেম মজিদের ছেলে নজরুল ইসলাম লোকজন নিয়ে তার ওপর হামলা করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উদ্ধার করে তাকে পাশের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) শাহীন মামুন বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।