- সারাদেশ
- সারের বর্ধিত মূল প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল
সারের বর্ধিত মূল প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল
-samakal-645281c6073d9.jpg)
সংগঠনের সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, ফরিদপুর জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান লাল্টু, সাংগঠনিক সম্পাদক অজিত বিশ্বাস, সদর উপজেলার সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুর আবদুল্লা সাঈদ। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তাদের বক্তব্য বলেন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। কৃষকের নিত্যব্যবহার্য্য সামগ্রীর দাম আকাশচুম্বী হওয়ায় তারা চাহিদা অনুযায়ী চাষাবাদ করতে পারছে না। অনেক কৃষক স্থানীয় সমিতি বা ব্যাংক থেকে ঋণ নিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সার-কীটনাশকসহ কৃষিসংশ্লিষ্ট সকল পণ্যের দাম কমানোর দাবি জানান। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মন্তব্য করুন