ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

ফরিদপুর অফিস ও চরভদ্রাসন প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৩ | ১৫:৫৪ | আপডেট: ০৩ মে ২০২৩ | ১৫:৫৪

ফরিদপুরের চরভদ্রাসনে গরু আনতে গিয়ে আকলিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। আজ বুধবার দুপুর ৩টার উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম চর শালেপুর ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আকলিমা একই এলাকার আলী খানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির জানান, আজ দুপরে বৃষ্টি হওয়ার সময় বাড়ি থেকে কিছু দূরের ভুট্টাক্ষেতে গরু আনতে যায় আকলিমা। এ সময় বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পাশের ক্ষেতে কয়েকজন শ্রমিকরা কাজ করছিল তারাও কিছুটা আহত হয়।

তিনি আরো বলেন, বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার শেখ বিল্লালকে জানালে আকলিমার মরদেহ বাড়িতে নিয়ে আসে।

চরভদ্রাসন উপজেলার নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) লিটন ঢালী বলেন, ওই গৃহবধুর দাফন সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দকৃত ২০ হাজার টাকা ঐ পরিবারের হাতে পৌঁছে দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×