- সারাদেশ
- অসহায় কৃষকের ধান ঘরে তুলে দিল ফরিদপুর জেলা ছাত্রলীগ
অসহায় কৃষকের ধান ঘরে তুলে দিল ফরিদপুর জেলা ছাত্রলীগ
-samakal-645284c2cefbc.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে।
আজ বুধবার সদর উপজেলার আদমপুর এলাকায় মোহাম্মদপুর বাজার বেড়ীবাঁধ সংলগ্ন ধানের জমিতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কাস্তে হাতে ধান কাটেন। এ সময় অসহায় কৃষক আব্দুল রফিকের ৬৬ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়।
ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহ-সভাপতি সফিউল আশরাফী, সাংগঠনিক সম্পাদক আফিফ বিন ইসলাম অর্ক, দপ্তর সম্পাদক শ্বাশত চক্রবর্তী, ফরিদপুর শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মীর মো. শান্ত, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন আহমেদ সোহান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন