- সারাদেশ
- ফরিদপুরে ৬ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩
ফরিদপুরে ৬ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন ১৭ বছর বয়সী কিশোর। অপর দুজন হলেন শহরের বায়তুল আমান রেললাইন এলাকার রিয়াজুল ইসলাম (২৬) ও শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকার আব্দুল্লাহ আল মামুন (২১)।
পুলিশ সুপারের কার্যালয়ে আজ বুধবার বেলা ১২টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার।
সুমন রঞ্জন সরকার বলেন, গোপন সংবাদে ভিত্তিতে মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে বায়তুল আমান বাজারে রিয়াজুল ইসলামের গ্যারেজ থেকে দুটি চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা পৌনে ৬টার দিকে এক কিশোরকে গ্রেপ্তার করে।
ওই কিশোরের দেওয়া তথ্য অনুযায়ী টেপাখোলা বেড়িবাঁধ এলাকার গ্যারেজ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। এরপর রাত পৌনে ১০টার দিকে চোরাই আরেকটি মোটরসাইকেলসহ আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।
এএসপি সুমন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য। চক্রের আরও তিন সদস্যের নাম জানা গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
এ সময় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমানুর হোসেন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন