বরিশাল বানারীপাড়ার চাখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

হত্যা মামলার ১০ বছর বাদে গত ১৮ এপ্রিল স্থানীয় সরকার আইনের ৩৪-এর (১) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

আজ বুধবার হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামান ও মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাময়িক বরখাস্ত আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে টুকুকে চেয়ারম্যান পদে বহাল রাখার নির্দেশ দেন, এর ফলে চেয়ারম্যান হিসেবে কাজ করতে তার আর কোনো বাধা রইল না।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ জুলাই চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর বিরুদ্ধে বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই বছরের ২৩ অক্টোবর তাকে ১ নম্বর আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

মামলাটিকে প্রথম থেকেই রাজনৈতিক হয়রানি ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছিলেন টুকু। সমকালকে তিনি বলেন, ‘যারা বারবার পরাজিত হয়েছে, তারাই আমার শত্রু। চাখার ইউপিকে আধুনিক হিসেবে গড়ে তোলা তারা মেনে নিতে পারছেনা, তাই তারা নানাভাবে আমাকে হেয় প্রতিপন্ন করছে।’

এদিকে টুকুর বহিষ্কারাদেশ স্থগিতের খবরে চাখার বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।