খুলনার ফুলতলায় চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে পড়ে ইস্রাফিল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইস্রাফিল যশোরের ঝিকরগাছার মোবারকপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

ফুলতলা থানার এসআই (উপপরিদর্শক) শফিকুল ইসলাম জানান, ইস্রাফিল বেনাপোলগামী বেতনা এক্সপ্রেসের যাত্রী ছিলেন। ট্রেনের দরজায় ঝুলে সেলফি তুলতে গিয়ে সিগন্যাল পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই ইস্রাফিল মারা যান।

এসআই শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।