আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অপরিসীম। আওয়ামী লীগ সরকার পানি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙন রোধে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চাঁদপুরে নদী ভাঙন রোধ হয়েছে। চাঁদপুরের মানুষের ভাগ্যোন্নয়ন হয়েছে। 

শুক্রবার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ধনাগোদা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিষ্ণুপুর ইউনিয়নের আড়ংবাজার খেয়াঘাট, দামোদরদী বাজার, মৌলভী ঘাট, মিয়ার বাজার, নতুন বাজারসহ ঝুঁকিপূর্ণ নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। 

সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত করেছেন। 

তিনি বলেন, চাঁদপুরের পরিবেশ, অবকাঠামো ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করতে সরকারী উদ্যোগে পরিকল্পিত ড্রেজিং ব্যবস্থা চালু করতে হবে। তাহলে নদী ভাঙন রোধ করা সম্ভব হবে।

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, দপ্তর সম্পাদক শাহ আলম, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, দেবাশীষ কর মধু প্রমুখ উপস্থিত ছিলেন