মাদারীপুরের ডাসার উপজেলায় শান্তি বজায় রাখতে থানায় দেশীয় অস্ত্র জমা দিল দুপক্ষ। শুক্রবার বিকেলে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামানের কাছে অস্ত্র জমা দেন খাতিয়াল গ্রামের খান ও মল্লিক গ্রুপের লোকজন। এ সময় বিবাদে আর জড়াবেন না বলেও শপথ নেন দুপক্ষের লোকজন। 

স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিবাদ চলে আসছে। হামলা ও মামলায় দুপক্ষের অনেক ক্ষতি হয়েছে। বিষয়টির খারাপ দিক বুঝতে পেরে অস্ত্র জমা দেওয়া হয়েছে। 

স্থানীয় হাশেম মল্লিক বলেন, যা করেছি তা ভুল ছিল। এখন মিলেমিশে শান্তিতে থাকব। গ্রামে শান্তি আসবে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, দুই পক্ষের বিবাদ দীর্ঘদিনের। অনেক চেষ্টার পর মীমাংসা হয়েছে। দেশীয় অস্ত্র জমা দিয়েছেন দুই পক্ষের লোকজন। তারা শপথ করেছেন বিবাদে না জড়ানোর। আশা করি, এখান আর কোনো সমস্যা হবে না।