এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশিষ্টজনদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদুল ফিতরের পর ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় নিজ বাড়িতে গেলে শুক্রবার রাত থেকে সেখানে ছুটে যান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার দিনব্যাপীও চলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়। সেখানে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার সব ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান 

এ.কে. আজাদের সহোদর শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেনের শহরের অনাথের মোড় এলাকার বাড়িতে শুক্রবার রাতে অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। এ সময় হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, ম্যানেজিং ডিরেক্টর এ. কে. আজাদ, ডিরেক্টর বেলাল হোসেন সেখানে উপস্থিত ছিলেন। শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেনের নিমন্ত্রণে সেখানে যোগ দেন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা। 

দুইদিন ব্যাপী এই ঈদ পুনর্মিলনীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিয়োদ্ধা নূর মোহাম্মাদ ক্যাপ্টেন বাবুল, খলিফা কামাল উদ্দীন, এস এম শাহ আলম মুকুল, সহ-সভাপতি ফারুক হোসেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, কোষাধ্যক্ষ যশোদা জীবন দেবনাথ, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, সাধারণ সম্পাদক শহীদ মোল্লা, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ’র  (বিসিআই) পরিচালক মো. খায়ের মিয়া, সাংবাদিক রাজিব খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত তানিয়া, যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সুলতান রাহাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ টি এম জামিল তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহম্মেদ প্রমুখ।