- সারাদেশ
- বিসিএস ক্যাডার পদ চান প্রকৌশলীরা
বিসিএস ক্যাডার পদ চান প্রকৌশলীরা
আইইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সংবাদ সম্মেলন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকৌশলীরা ‘পানি সম্পদ প্রকৌশল ক্যাডার’, ‘টেলিযোগাযোগ ও আইসিটি ক্যাডার’, ‘টেক্সটাইল ক্যাডার’, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশল উইং সৃষ্টি করাসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে (এলজিইডি) বিসিএস ক্যাডারভুক্ত করার দাবি জানিয়েছেন।
এ ছাড়াও তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ড, রাজউক ও বিসিআইসিসহ বিভিন্ন প্রকৌশল সংস্থার চেয়ারম্যান, প্রকৌশল কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষপদে প্রকৌশলীদের পদায়ন করা; প্রকৌশলীদের ভারপ্রাপ্ত, অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব মুক্ত করে পদোন্নতি অথবা পরবর্তী গ্রেড প্রদান করা, অ-প্রকৌশলীদের প্রকল্প পরিচালক না বানিয়ে প্রকৌশলীদের বানানোর দাবি জানান।
শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইইবি নেতারা এ সব দাবি তুলে ধরেন। আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রকৌশল সম্পর্কিত সংস্থাগুলোর শীর্ষপদগুলোতে প্রকৌশলীরা না থাকায় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হচ্ছে। অন্যদিকে দেশের অধিকাংশ সংস্থায় পদ শূন্য থাকা সত্ত্বেও প্রকৌশলীদের পদোন্নতি না দিয়ে ভারপ্রাপ্ত, চলতি দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে। অথচ প্রশাসন ক্যাডারের অনুমোদিত পদের থেকেও অধিক পদে পদোন্নতি দেওয়া হচ্ছে। এরফলে প্রকৌশলীরা বৈষম্যের শিকার হচ্ছে। তারা প্রশাসনিক গতিশীলতা আনতে তাদের দাবি মানার আহ্বান জানান।
তাদের দাবির মধ্যে আরও রয়েছে, পলিটেকনিক শিক্ষকদের প্রভাষক ও অধ্যাপক চাকুরি কাঠামো বাস্তবায়ন করা, মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বিভিন্ন ক্যাডারের মধ্যে থেকে উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ অথবা উপ-সচিব পদের ৩০ শতাংশ প্রকৌশল সংস্থার জন্য সংরক্ষণ করা।
ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে রোববার সকালে আইইবি সদর দফতরে জাতীয় ও আইইবির পতাকা উত্তোলন, শপথ গ্রহণ ও র্যালী অনুষ্ঠিত হবে। বিকেল পাঁচটায় স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে। একই দিন সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হবে।
সংবাদ সম্মেলনে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদা সভাপ্রধান ছিলেন। এ ছাড়াও আইইবির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন ও খন্দকার মঞ্জুর মোর্শেদ, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন