- সারাদেশ
- আজ ইসিতে যাচ্ছেন আজমত, উচ্চ আদালতে জাহাঙ্গীর
গাজীপুর সিটি নির্বাচন
আজ ইসিতে যাচ্ছেন আজমত, উচ্চ আদালতে জাহাঙ্গীর

গাজীপুর সিটি নির্বাচনে ভোটের লড়াইয়ে থাকার জন্য শেষ চেষ্টা চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম। ঋণখেলাপি হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। মনোনয়ন ফিরে পাওয়ার আশায় আজ রোববার তিনি উচ্চ আদালতে যাবেন।
এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তাঁকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করেননি দাবি করে আজমত উল্লা খান বলেছেন, ইসির নির্দেশ অনুযায়ী ব্যাখ্যা দেওয়ার জন্য যথাসময়ে নির্বাচন ভবনে উপস্থিত হবেন।
আজ রোববার দু’জনের ক্ষেত্রে কী হয় তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন নগরবাসী। গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানের প্রার্থিতা কেন বাতিল করা হবে না এ বিষয়ে তাঁর ব্যাখ্যা চেয়ে পত্র দেয় নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধি-সংক্রান্ত চিঠি এবং ব্যাখ্যার বিষয়ে আজমত উল্লা খান বলেন, ‘এই চিঠির মাধ্যমে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা প্রমাণিত হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। উপস্থিত হয়েই ব্যাখ্যা দেব। আমি আচরণবিধি লঙ্ঘন করিনি।’
গাজীপুর সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দিন গত ৩০ এপ্রিল খেলাপি ঋণের কারণে জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। ওই সিদ্ধান্তের পর জাহাঙ্গীর আলম বিভাগীয় কমিশনারের কাছে মনোনয়নপত্র বৈধকরণের জন্য আপিল করেন। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার দেওয়া আদেশ বহাল রাখেন। জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার সব কাগজপত্র বৈধ থাকার পরও আপিল খারিজ করা হয়েছে। এ জন্য উচ্চ আদালতে যাচ্ছি।’
মন্তব্য করুন