রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। রোববার সকালে বালিয়াকান্দির সদর ইউনিয়নের ঢোলজানি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।

আহতরা হলেন- জঙ্গল ইউনিয়নের সমাধীনগর গ্রামের দীপঙ্কর বাড়ইয়ের মেয়ে বৃষ্টি বাড়ই (১৭), তুষার বিশ্বাসের মেয়ে তৃষ্ণা বিশ্বাস (১৭), প্রদীপ মন্ডলের মেয়ে বৃষ্টি মন্ডল (১৭), সূর্যকান্ত প্রামাণিকের মেয়ে পূজা প্রামাণিক (১৭) ও বাবুল বিশ্বাসের মেয়ে সংগীতা বিশ্বাস (১৭)। এরা সবাই সমাধীনগর আর্যসংঘ্য বিদ্যামন্দির মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। 

আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা দুই ঘণ্টা অতিবাহিত হওয়ার পর সংগীতা বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে তাঁকে পুনরায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সে এখন বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি রয়েছেন।

সংগীতা বিশ্বাস বলেন, তারা ৯ জন ইংরেজি পরীক্ষা দেওয়ার জন্য সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে একটি ইজিবাইক ভাড়া করে। সাড়ে ৯টার দিকে তাদের বহনকৃত ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এত ৫ জন আহত হই। স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সবাই পরীক্ষা দিতে পারলেও আমি পরীক্ষাচলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ি। দুই ঘণ্টা পরীক্ষা দেওয়ার পর আমার স্বজনরা আমাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আমাকে হাসপাতালে ভর্তি করান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যাই। প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে চারজনকে আমার গাড়িতে করে কেন্দ্রে পাঠিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি। পরে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে অপর আরেক আহত শিক্ষার্থীকেও আমার গাড়িতে করে পরীক্ষার কেন্দ্রে নিয়ে গিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি। পরীক্ষা চলাকালীন সময়েও সার্বক্ষণিক তাদের খোঁজ রাখা হয়।