- সারাদেশ
- রাজবাড়ীতে স্কুলশিক্ষক হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
রাজবাড়ীতে স্কুলশিক্ষক হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক মিজানুর হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসয় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি বোমা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- পাংশা উপজেলার নাওড়া বনগ্রামের মন্টু শিকদারের ছেলে সজীব শিকদার, শেখপাড়ার নুর আলী মন্ডলের ছেলে রাসেল মন্ডল এবং কোলানগর গ্রামের সোহরাব শেখের ছেলে রমজান শেখ। এই নিয়ে এ হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার পাংশা থানায় এ হত্যাকাণ্ড নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, স্কুলশিক্ষক মিজানুর রহমান হত্যার তদন্তে তারা জানতে পেরেছেন সাতজন এই হত্যায় প্রত্যক্ষভাবে এবং একজন সংবাদদাতা হিসেবে উপস্থিত ছিল। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আদালতে তারা ১৬৪ ধারা জবানবন্দীতে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তী অনুযায়ী বাকী তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র ও দুইটি বোমা উদ্ধার করা হয়। আসামিদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল রোববার রাত সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে। তিনি একই ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
মন্তব্য করুন