পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে আসা পাঁচ পর্যটককে আটক করে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে বায়জিদ ও তানভীর শান্ত নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার বিকেলে তাদের কুয়াকাটা জিরো পয়েন্টসংলগ্ন হোটেল কুটুমবাড়ির সামনে থেকে আটক করা হয়। পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার বায়জিদ স্থানীয় লতাচাপলী ইউনিয়নের আসালতখাপাড়ার আবু ছালামের ছেলে। আর তানভীর নবীনপুর এলাকার ফোরকান দফাদারের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকালে আমতলী থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন তিন মেয়ে ও দুই ছেলে পর্যটক। সারাদিন ঘোরাঘুরি শেষে বিকেলে ফিরে যাওয়ার পথে কুয়াকাটা আনন্দবাড়ি গেস্টহাউসের সামনে তাঁদের পথ অবরোধ করে চার-পাঁচজন তরুণ। তাঁদের মারধর করে ১৩ হাজার ৭০০ টাকা ছিনতাই করে তারা। পরে দুই ছেলে পর্যটককে আলাদা করে মেয়েদের নিয়ে হোটেল কুটুমবাড়ির সামনে যায় বখাটেরা। এ সময় ট্যুরিস্ট পুলিশকে খবর দিলে তাঁদের সেখান থেকে উদ্ধার করে। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের উদ্ধার করে। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও দু’জনকে আটক করা হয়েছে। এ দু’জনসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা সবাই ১৭ থেকে ২০ বছর বয়সী।