যুক্তরাজ্যের চেস্টার সিটির স্থানীয় নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন সিলেটের শিরিন আক্তার। তিনি বাংলাদেশি হিসেবে প্রথম কাউন্সিলর। 

লেবার পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে চেস্টার সিটির আপটন এলাকা থেকে প্রথম বাংলাদেশি কাউন্সিলর হিসেবে শুক্রবার তিনি জয়লাভ করেন। তার নির্বাচনী প্রচারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপসহ বাঙালি কমিউনিটির নেতারা অংশ নিয়েছিলেন। 

বাংলাদেশি বংশোদ্ভূত শিরিন আক্তার সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শাহ হুশিয়ার উল্ল্যা ও পারভীন আক্তার দম্পতির দ্বিতীয় মেয়ে। জন্ম যুক্তরাজ্যে হলেও ছোটবেলায় তিনি বিশ্বনাথের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর লেখাপড়া করেন। পরবর্তীতে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে মাস্টার্স সম্পন্ন করেন। 

শিরিন আক্তারের বাবা শাহ হুশিয়ার উল্ল্যা বলেন, শিরিনের মতো অনেক বাংলাদেশি বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করছেন। এতে শুধু সিলেটের নয়, দেশের সুনামও বৃদ্ধি পাচ্ছে।