- সারাদেশ
- নির্বাচন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ
গাজীপুর সিটি নির্বাচন
নির্বাচন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ

গাজীপুর সিটি করপোরেশন ভবন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বাড়তি সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র প্রার্থীদের ফোন করছে। প্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের জন্য নানা রকম ফন্দি শুরু করেছে চক্রটি। এই চক্রের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অনুরোধ জানান। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের মধ্য থেকে দুই-একজন জানিয়েছেন যে, তাদের কে বা কারা মোবাইলে ফোন করে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারদের নাম ভাঙ্গিয়ে অনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে বিকাশের মাধ্যমে অর্থ চেয়েছেন। রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের দপ্তর কোনো রকম অর্থ লেনদেনের সঙ্গে সম্পৃক্ত নয়। এ রকম মোবাইল ফোনে বিভ্রান্ত না হয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
মন্তব্য করুন