- সারাদেশ
- আ'লীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫
আ'লীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

বাগেরহাটের কচুয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক গোলাম সুকরানা রব্বানী ওরফে আজাদ বালির বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, শনিবার ঢাকার বিভিন্ন স্থান থেকে মামলার পাঁচ আসামি খুলনা শহরের সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেল, বানগাতী-মেটেপোল এলাকার কামাল গাজী, নাজিরঘাটের সুমন ওরফে রানা শেখ, খুলনা জেলার রূপসা স্ট্যান্ড এলাকার আব্দুল্লাহ ওরফে আলিফ গাজী এবং কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকার প্রদীপ কুমার স্বর্ণকারকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান এসপি।
গ্রেপ্তারদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, একটি আংটি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিস্তল, ১ রাউন্ড গুলি, একটি রেঞ্চ ও একটি কাটার উদ্ধার করেছে পুলিশ। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন