খুলনা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সাবেক কাউন্সিলর মাহবুব কায়সারকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে ২০-২৫টি মোটরসাইকেলে ৪০-৫০ জন বাড়িতে গিয়ে এ হুমকি দেন বলে জানা যায়।

ওয়ার্ডে নতুন এক কাউন্সিলর প্রার্থীর লোকজন এ হুমকি দিয়েছেন বলে ধারণা করছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব কায়সার। এ ঘটনায় আজ রোববার খুলনা সদর থানায় জিডি করেছেন তিনি।

মাহবুব সাংবাদিকদের জানান, ২০১৩ ও ২০১৮ সালে এ ওয়ার্ডে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। এবার আবারও প্রার্থী হয়েছেন। এটি মেনে নিতে পারছেন না নতুন এক কাউন্সিলর প্রার্থী। তিনিই লোক পাঠিয়ে হামলা ও নির্বাচন না করার হুমকি দিয়েছেন বলে ধারণা করছেন তিনি। হুমকির বিষয়টি সিটি মেয়র তালুকদার আবদুল খালেককে জানিয়েছেন।

একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও যুবলীগ নেতা তাজুল ইসলাম বলেন, ‘আমি কোনো লোক পাঠাইনি। ঘটনার পর এলাকায় গিয়ে শুনলাম দলের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ায় যুবদল ও ছাত্রদলের লোকজন মাহবুবের বাড়ি গিয়ে নির্বাচন না করতে বলেছেন।’