কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে ডুবন্ত ট্রলার থেকে অর্ধগলিত ১০ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খায়ের হোসেনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার খায়ের হোসেনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল শনিবার রাতে মহেশখালীর চরপাড়া থেকে কাউন্সিলর খায়ের হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ নিয়ে মামলার এজাহারভুক্ত দু'জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৬ জনকে ৫ দিন করে এবং বাকিদের ৩ দিন করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

ওসি রফিকুল জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে কামাল হোসেন ওরফে বাইট্যা কামাল, করিম সিকদার, আবু তৈয়ূব, ফজল কাদের এবং গিয়াস উদ্দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে ৬ আসামি কক্সবাজার জেলা কারাগারে আছেন।

গত ২৩ এপ্রিল শহরের নাজিরারটেক উপকূলে একটি ডুবন্ত মাছ ধরার ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

এ ঘটনায় ওই ট্রলারের মালিক ও মহেশখালীর হোয়ানক ইউনিয়নের বাসিন্দা নিহত সামশুল আলমের স্ত্রী রোকিয়া আকতার গত ২৫ এপ্রিল ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।