- সারাদেশ
- আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৭
আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৭

ছবি: প্রতীকী
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাঠের জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অনন্ত সাতজন আহত হয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল নিচুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সৈয়দ সাহাবুল, সেফালী বেগম, ফাতেমা বেগম, সৈয়দ আলী ও সাদিয়া বেগমকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় রোববার বিকেলে দুই পক্ষ থেকে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে।
জানা যায়, উপজেলার পানাইল গ্রামের কৃষক সৈয়দ সাহাবুল ও সৈয়দ আলী পরিবারের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের অনন্ত সাতজন আহত হন। এ ঘটনায় সৈয়দ সাহাবুল ও সৈয়দ আলী পরস্পরকে দোষারোপ করেছেন।
দুই পক্ষের লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবু তাহের।
মন্তব্য করুন