- সারাদেশ
- চাকরির পরীক্ষা দিতে যাওয়ার পথে প্রাণ গেল তরুণের
চাকরির পরীক্ষা দিতে যাওয়ার পথে প্রাণ গেল তরুণের

নীলফামারীর জলঢাকা উপজেলায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার টেংগনমারী খোকারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই তরুণের নাম দুর্লভ রায় (২২)। তিনি উপজেলার পশ্চিম খুটামারা বারুইপাড়া এলাকার দীপক রায়ের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্লভ সকালে মোটরসাইকেলে চাকরির পরীক্ষা দিতে জলঢাকা থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। পথে টেংগনমারী খোকার বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেল চাপা দেয়। এতে বাসের নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দুর্লভকে উদ্ধার করার কিছুক্ষণ পরই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর সমকালকে বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। চালক-হেলপার পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’
মন্তব্য করুন