- সারাদেশ
- শিমুলিয়া ঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ বিআরটিএর
শিমুলিয়া ঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ বিআরটিএর

অভিযানে সড়কের পাশের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় - সমকাল
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার শিমুলিয়া জয় বাংলা মোড় থেকে ফেরিঘাট পর্যন্ত সড়কের পাশের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। এ সময় বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ল্যান্ড অ্যান্ড এস্টেট) গোলাম মোস্তফা, নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএর শিমুলিয়া বন্দর কর্মকর্তা সৈয়দ মো. মাহবুবুর রহমান সমকালকে জানান, শিমুলিয়া ঘাট এলাকায় চিহ্নিত ৫৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অবৈধ স্থাপনাগুলো বিআইডব্লিউটিএর নিজস্ব জায়গায় গড়ে তোলা হয়েছিল। ইতিপূর্বে কয়েকবার স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও না নেওয়ায় উচ্ছেদ অভিযানের মাধ্যমে স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন