সংগঠনকে গতিশীল ও সংগঠন সম্পর্কে নতুন সুহৃদদের ধারণা দিতে সুহৃদ সমাবেশের সাংগঠনিক কর্মশালা শনিবার রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। কর্মশালায় আলোচনা করেন– সুহৃদ উপদেষ্টা সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, শিশু রাজ্যের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ, সুহৃদ সমাবেশের সদ্য বিদায়ী সভাপতি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আহসান হাবীব, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ।
সাংগঠনিক কর্মশালায় আলোচকরা সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করেন। কীভাবে একজন দক্ষ সংগঠক হওয়া যায়– এ বিষয়ে আলোচনা করেন সুহৃদ উপদেষ্টা শিশু রাজ্যের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি বলেন, ‘একজন সংগঠক বুদ্ধিমত্তা ও তাঁর কাজ দিয়ে অন্যদের আকৃষ্ট করেন। তাই সংগঠনে দক্ষ সংগঠক অবশ্যই থাকতে হবে।’
সদ্য বিদায়ী সুহৃদ সভাপতি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক আহসান হাবীব সংগঠন কী– এ বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘মানুষের অনেক চাহিদা রয়েছে– যেমন জৈবিক চাহিদা, নিরাপত্তা চাহিদা, সামাজিক চাহিদা, আত্মতৃপ্তি চাহিদা ও আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আত্মপ্রতিষ্ঠার চাহিদা বলতে বোঝায়– মৃত্যুর পরও স্মরণীয় হয়ে থাকার চাহিদা। মৃত্যুর পর স্মরণীয় হয়ে থাকা যায় কাজের মাধ্যমে। এই কাজ করার সুযোগ করে দেয় সংগঠন।’ এ ছাড়াও তিনি সংগঠন নিয়ে নানা ধরনের আলোচনা করেন।
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুহৃদ সমাবেশের উপদেষ্টা পার্থ প্রতীম দাশ আলোচনা করেন সংগঠন করার প্রয়োজনীয়তা নিয়ে। তিনি বলেন, ‘সংগঠন করে নিজেকে সমৃদ্ধ করা যায়। আমি ইউনিভার্সিটি লাইফে বিভিন্ন সংগঠন করতাম। এই সংগঠন করে যা শিখেছি তা-ই আমার বর্তমান চাকরিজীবনে কাজে লাগছে। সবারই উচিত ভালো সংগঠনের সঙ্গে যুক্ত থাকা। এতে নিজেকে সমৃদ্ধ করার অনেক সুযোগ থাকে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  সুহৃদ সভাপতি কমল কান্তি সরকার। পরিচালনা করেন সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন। কর্মশালা শেষে সাংস্কৃতিক সম্পাদক হৈমন্তি বিজয় গান পরিবেশন করেন।

সাধারণ সম্পাদক সুহৃদ সমাবেশ, রাজবাড়ী