কুষ্টিয়ার খোকসায় হোল্ডিং ট্যাক্স আদায় করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক গ্রাম পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসালিয়া আমতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনায় গ্রাম পুলিশের সদস্য শ্যামল সন্যাসী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।    

ভুক্তভোগী গ্রাম পুলিশ আকরাম হোসেন জানান, ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকালে গ্রাম পুলিশ শ্যামল সন্যাসী, ফজলুল হক ও তিনি উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য আমতলা যাত্রী ছাউনিতে উপস্থিত হন। স্থানীয়রা ট্যাক্সের খতিয়ান দেখতে আসেন। এ সময় ইউনুস শেখের ছেলে জিয়া সেখ তার নামে তিনশ টাকা ট্যাক্স ধার্য করায় উত্তেজিত হন। তখন তিনি তর্ক শুরু করেন। এসময় গ্রাম পুলিশের সদস্যরা তাকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে গ্রাম পুলিশ আকরামকে কাস্তে দিয়ে কোপাতে থাকেন।

হামলাকারী জিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে তার চাচা ও ৯ নম্বর ইউপি সদস্য দাউদ সেখ জানান, আগের চেয়ারম্যানের সময় জিয়ার বার্ষিক হোল্ডিং ট্যাক্স ছিল ১০০ টাকা। কিন্তু নতুন চেয়ারম্যান গ্রাম পুলিশদের দিয়ে তালিকা করে ট্যাক্স বাড়িয়েছেন। এ ঘটনায় ভুল বোঝা-বুঝি হয়েছে।   

থানায় অভিযোগকারী গ্রাম পুলিশ সদস্য শ্যামল জানান, তারা পরিষদের সিদ্ধান্ত ও নির্দেশ অনুযায়ী ট্যাক্স আদায়ে গিয়েছিলেন। গ্রাম পুলিশরা তালিকা করে ট্যাক্স বৃদ্ধি করেছেন এমন অভিযোগে তুলে জিয়া তাদের ওপর হামলা করেন। কোনো কারণ ছাড়াই সহকর্মীর ওপর হামলা করা হয়েছে। 

জয়ন্তী হাজরা ইউপি চেয়ারম্যান সাকিব খাটিপু বলেন, পরিষদ সিদ্ধান্ত নিয়ে ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। গ্রাম পুলিশরা ট্যাক্স আদায় শুরু করার আগেই এ হামলা চালানো হয়েছে। 

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, হামলার ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়। তবে হামলাকারীকে পাওয়া যায়নি। গ্রাম পুলিশ বা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে লিখিত অভিযোগও পাওয়া যায়নি।