- সারাদেশ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব এ তথ্য নিশ্চিত করেন।
আজ বুধবার দুপুরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মেজর গালিব। এর আগে গতকাল মঙ্গলবার রাতে কলারোয়ার কুশখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেজর গালিব সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, আসামি আব্দুল মালেক ভারত থেকে কলারোয়ার কুশখালী এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতে কুশখালী এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোর ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে পথরোধ করে শেখ হাসিনার গাড়ি বহরে হামলা চালানো হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও সাংবাদিকসহ ১০ জনকে মারধর করা হয়।
এ মামলায় সাতক্ষীরা স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিচারক গত ১৮ এপ্রিল আব্দুল মালেকসহ ৪৪ জনকে ৭ বছর কারাদণ্ড দেন। কিন্তু আসামি আব্দুল মালেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মন্তব্য করুন